Home Featured left থাইল্যান্ড নেওয়া হলো সাহারা খাতুনকে

থাইল্যান্ড নেওয়া হলো সাহারা খাতুনকে

by domaist
156 views

ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য সাহারা খাতুনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড নেওয়া হয়েছে। এসময় তার সঙ্গে গেছেন ভাতিজা আনিসুর রহমান ও ভাগ্নে মজিবুর রহমান।

সোমবার বেলা সাড়ে ১২টায় উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেয়। বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

এর আগে গত ৬ জুন জ্বর, এ্যালার্জি ও বার্ধক্যজনিত কারণে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন। বেশ কয়েকদিন তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দিতে পরামর্শ দেন চিকিৎসকরা।

You may also like

Leave a Comment