Home Featured middle বাড়ছে উত্তেজনা, টিকটকসহ চীনা অ্যাপ নিষিদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বাড়ছে উত্তেজনা, টিকটকসহ চীনা অ্যাপ নিষিদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

by domaist
191 views

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। তারই জের ধরে জাতীয় নিরাপত্তা ইস্যুতে টিকটকসহ সকল চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্র ‘অতি অবশ্যই’ ভাবছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

এ ব্যাপারে সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, আমি রাষ্ট্রপতির (ডোনাল্ড ট্রাম্প) সামনে যেতে চাই না, তবে এটি এমন কিছু যা আমরা ভেবে দেখছি।

সাক্ষাৎকারে জাতীয় নিরাপত্তার বিষয়টি উত্থাপন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, যুক্তরাষ্ট্র টিকটকসহ চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করবে কিনা।

ইতোমধ্যে ভারতে নিষিদ্ধ করা হয়েছে, অস্ট্রেলিয়াও জানিয়েছে যে তারাও একই ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করবে।

You may also like

Leave a Comment