Home ভ্রমন হোটেলে নিরাপদ থাকতে যা মেনে চলবেন

হোটেলে নিরাপদ থাকতে যা মেনে চলবেন

by domaist
151 views

করোনাভাইরাসের এমন তাণ্ডবের মধ্যেও অনেকেই বিভিন্ন জায়গায় ভ্রমণে যাচ্ছেন। কিন্তু এই সময়ে হোটেলে থাকা অনেকটাই অনিরাপদ। কারণ ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে নিরাপদে থাকতে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে কিছু বিষয়—

হোটেলে রুম বুকিং

অনলাইনেই হোটেল বুকিং দিন। তার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে, ওই হোটেলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না। সম্পূর্ণ সুরক্ষাব্যবস্থা থাকলেই রুম বুক করুন।

মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন

সংক্রমণ রোধে হোটেলে মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন। প্রয়োজনে তা বার বার পরিবর্তন করুন। ব্যবহৃত গ্লাভসগুলো কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখে তার পর ধুয়ে নিন।

রুম স্যানিটাইজ

হোটেল স্টাফদের বলে রুমে প্রবেশের আগে পুরোপুরি স্যানিটাইজ করিয়ে নিন।

বিছানার চাদর

এই সময় হোটেলের বিছানার চাদর ব্যবহার না করাই ভালো। সুরক্ষিত থাকতে বাড়ির বিছানার চাদর ব্যবহার করুন।

হোটেলের ক্যান্টিনে খাবার

খাওয়ার প্রয়োজন হলে রুমে বসেই খাবার খান। এ সময় হোটেলের ক্যান্টিনে বসে খাওয়া নিরাপদ নয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা

সংক্রমণ থেকে নিরাপদ থাকতে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিন। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

You may also like

Leave a Comment