আলিয়া ভাট আর রণবীর কাপুর এ মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি। তাঁদের প্রেম ও বিয়ে প্রায়ই খবরের শিরোনামে থাকে। আলিয়া তাঁর প্রেমিক রণবীরকে নিয়ে একাধিকবার গণমাধ্যমে কথা বলেছেন। বলিউডের পার্টিগুলোতেও দেখা যায় এই জুটিকে। লকডাউন কেটেছে এক ছাদের নিচে। তবে এত দিন আলিয়ার বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন রণবীর। এই প্রথম কথা বললেন নিজের প্রেমিকাকে নিয়ে। আলিয়াকে পরিচয় করিয়ে দিলেন নিজের ‘প্রেমিকা’ হিসেবে।

রণবীর বয়সে আলিয়ার ১১ বছরের বড়। ২৭ বছর বয়সী আলিয়ার বড় পর্দায় অভিষেক ঘটার ৫ বছর আগেই বলিউডের রাস্তায় পথ চলেছেন রণবীর। তবে রণবীরের বিশ্বাস, আলিয়া তাঁর চেয়ে সব দিক থেকেই এগিয়ে। দুজনের লকডাউনের অভিজ্ঞতা তুলনা করে রণবীর বলেছেন, ‘আমি একটু অলস। আর আমার প্রেমিকা আলিয়া কঠোর পরিশ্রমী। এই লকডাউনে আমি বলতে গেলে কিছুই করিনি। পুরোটা সময় আমি টিভি দেখে কাটিয়েছি। প্রতিদিন দু–একটা সিনেমা দেখেছি। অন্যদিকে আলিয়া গিটার বাজানো থেকে চিত্রনাট্য লেখার ওপর কোর্স—সবই করেছে। ও আমার চেয়ে ভালো অভিনয়শিল্পীও বটে।’
