নিউইয়র্কের ব্রঙ্কসে বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। গত ৩০ মে সোমবার বিকেলে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ব্রঙ্কসবাসীর ব্যানারে এ উপলক্ষে দোয়া-মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়।
বিএনপি নেতা ইমরান শাহ্ রনের সভাপতিত্বে এবং শরীফ হোসেন নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, মোঃ জামাল উদ্দিন, ফুল মিয়া, মোঃ আব্দুর রউফ, সায়েম মুন্তাকীম, আনোয়ার হোসেন, মাঈন উদ্দিন নটু, মোঃ সোলেমান, আলমগীর হোসেন, মোঃ বাদল, মোঃ আনোয়ার, কামরুজ্জীমান শামিম, মোঃ মজিদ, মোঃ মাছুম, সোলেমান সরকার জীবন ও আবুবকর ছিদ্দিক।
শহীদ জিয়ার রুহের মাগফেরাত ও বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ মোঃ মোমতাজ উদ্দীন।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন, মোমতাজ উদ্দিন, মিল্টন মৃধা, মোঃ আলম, সাইফুল ইসলাম প্রমুখ।
ইমরান শাহ্ রন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ব্রঙ্কসবাসীকে ধন্যবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার আন্দোলন বেগবান করার আহ্বান জানান।