৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫১, শনিবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
অঘটনঘটনপটিয়সী-নারী
Reporter Name / ৫৭৯ Time View
Update : শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

তুমি প্রেমময়ী প্রেয়সী ললনা!
দুর্গতিনাশিনী তুমি অনন্যা,
তুমি আলোকিত কর অঙ্গন,
তুমি মহান হে অঙ্গনা।
তুমি দিগ্বিজয়ী বিজয়া-জায়া
সকল সৃষ্টিশীল কর্মের প্রেরণা!
সুখে কি দুঃখে দিন কি রাতে
সকল সময় তুমি রও পাশে
তোমার নেই কোন উপমা,
তুমি নিরুপমা তুমি অনুপমা!
শত আদরের বোনটি তুমি;
স্নেহময়ী কন্যা তুমি,
চির-বন্ধু মায়ের প্রতিচ্ছবি;
তোমার হাসিতে দূর হয়ে যায়
ক্লান্তি-আঁধার-বিষাদ-বেদনা,
ঠোঁটের কোণে জেগে ওঠে রবি!
তুমি তুলনাহীনা সহধর্মিণী
সংসার রণাঙ্গনে তুমি সেনানী
তুমি জয়িতা, তুমি গরবিনী
তোমাতে বিশ্ব-ব্রহ্মাণ্ড চির-ঋণী!
সকল কর্মে তুমি পারদর্শী,
তুমি অঘটনঘটনপটিয়সী।
তুমি সবার উপরে তুমি মা
তুমি জন্মদাত্রী মহান জননী।
বিশ্ব নারী দিবসে আমরা সকলে
বিনয়াবনত ভালোবাসার কথা বলি।
হোক প্রত্যয় হৃদয় থেকে
প্রতিদিন যেন জানাতে পারি
নারীর প্রতি বিনম্র অতল শ্রদ্ধাঞ্জলি!

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category