২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২২, বুধবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আটলান্টিক সিটিতে জমজ দুই ভাইয়ের বিস্ময়কর সাফল্য
Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ০২ জুলাই ২০২৫
আটলান্টিক সিটিতে জমজ দুই ভাইয়ের বিস্ময়কর সাফল্য

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলে এবারের দ্বাদশ গ্রেডের সমাপনী পরীক্ষায় এক অনন্য রেকর্ড গড়েছে জমজ দুই ভাই—ইশতিয়াক হোসাইন ও ইসরাক হাসান। কৃতিত্বের সাথে ইশতিয়াক দ্বিতীয় ও ইসরাক চতুর্থ স্থান অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে পুরো বাংলাদেশি কমিউনিটিকে।

তাদের এ অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইশতিয়াক হোসাইন পূর্ণাঙ্গ ‘ফুলব্রাইট স্কলারশিপ’ নিয়ে ভর্তি হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম আইভি লীগ প্রতিষ্ঠান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। অপরদিকে, ইসরাক হাসান একই স্কলারশিপে অধ্যয়ন করবে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে (NYU)—যা শিক্ষাগত মান ও গবেষণায় বিশ্বজুড়ে প্রসিদ্ধ।

২০০৬ সালে জন্ম নেওয়া এই জমজ ভাইয়ের শৈশব শুরু বাংলাদেশেই। ২০০৯ সালে মাত্র তিন বছর বয়সে তাদের পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। তাদের পৈতৃক নিবাস বাংলাদেশের নরসিংদী সদরে। বাবা ইকবাল হোসাইন ও মা জিনাত পারভিনের স্নেহ ও শিক্ষা দুজনকে গড়ে তুলেছে অধ্যবসায়ী ও লক্ষ্যনির্ভর মানুষ হিসেবে।

শৈশব থেকেই ইশতিয়াক ও ইসরাক লেখাপড়ার পাশাপাশি যুক্ত ছিল বিভিন্ন সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমে। দু’জনেই দারুণ ভালো বক্তা, নেতৃত্বে দক্ষ এবং সাংগঠনিক কাজে আগ্রহী। অষ্টম শ্রেণিতে তারা একসঙ্গে স্কুলের ভ্যালেডিকটোরিয়ান হয়—যেখানে একসাথে প্রথম স্থান অর্জন করেছিল।

তাদের অনুপ্রেরণা ও প্রিয় ব্যক্তিত্ব তাদের মা। পেশাগত জীবনে ইশতিয়াক হতে চায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইসরাকের স্বপ্ন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হওয়ার। তবে দুজনেই ভবিষ্যতে নিজেদের দক্ষতা ও অর্জন মানবকল্যাণে কাজে লাগাতে চায়।

তারা মনে করে, ভালো ছাত্র হতে হলে আগে থেকেই পরিকল্পনা নিয়ে এগোতে হবে। প্রতিদিনের হোমওয়ার্ক সময়মতো শেষ করতে হবে, প্রজেক্ট বা প্রস্তুতি ফেলে রাখা যাবে না। শিক্ষকরা কেবল পাঠদাতা নন, বরং উচ্চশিক্ষায় প্রবেশের ক্ষেত্রে তাদের সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ও শ্রদ্ধা প্রদর্শনের উপরও তারা বিশেষ গুরুত্ব দেয়।

তাদের আহ্বান, মা-বাবারা যেন সন্তানদের পড়াশোনার প্রতি যত্নবান হন, সময় দেন এবং তাদের অগ্রগতির প্রতি মনোযোগ রাখেন।

আটলান্টিক সিটির স্থায়ী বাসিন্দা এই জমজ ভাই—ইশতিয়াক ও ইসরাক—তাদের সাফল্যের জন্য কমিউনিটির দোয়া ও আশীর্বাদ কামনা করেছে। মেধা, পরিশ্রম ও পারিবারিক বন্ধনের অনন্য উদাহরণ হয়ে তারা প্রমাণ করেছে, সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায় থাকলে যেকোনো উচ্চতাকেই ছোঁয়া সম্ভব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update