সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি:
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো আটলান্টিক সিটি হাই স্কুলের ২০২৪ সালের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। ২৩ জুন, সোমবার ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে আয়োজিত এই বর্ণিল আয়োজনে অংশ নেয় প্রায় ৪০০ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এই অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের উপস্থিতি ও সাফল্য ছিল নজরকাড়া এবং কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের বিষয়।
দুপুর থেকেই শিক্ষার্থীরা পরিবার-পরিজন নিয়ে গাউন পরে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। তাদের মুখে ছিল আত্মতৃপ্তির হাসি আর চোখেমুখে ছিল ভবিষ্যতের স্বপ্ন। অনুষ্ঠান শুরু হলে স্কুলের কৃতি শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রতিটি নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মিলনায়তনে করতালির ঝড় ওঠে।
এবারের গ্র্যাজুয়েশনে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের অসাধারণ কৃতিত্ব দেখা গেছে। ফাইজা, ইশতিয়াক, তানজিয়া, ইশরাক, তাসনূভা, আমেরা, নাদেরা প্রমুখ শিক্ষার্থীরা মেধা তালিকার সেরা দশে স্থান করে নিয়েছে। পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের সফলতার ধারাবাহিকতায় এই প্রজন্মও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডোনাল্ড হ্যারিস। উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড. লা কোয়েটা স্মল, স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীসহ স্কুলের শিক্ষক-প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন।
শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে মঞ্চে উঠে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহণ করে। এ সময় অভিভাবকরা উচ্ছ্বাস ও করতালির মাধ্যমে সন্তানদের গর্বিত করে তোলেন। অভিভাবকদের অনেকের চোখেই দেখা যায় আনন্দাশ্রু।
বাংলাদেশি শিক্ষার্থীদের এই উজ্জ্বল অর্জন পুরো কমিউনিটিতে সৃষ্টি করেছে উৎসবমুখর আবহ। অভিভাবকদের পাশাপাশি কমিউনিটির নেতারা মনে করছেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। নতুন প্রজন্মের এই শিক্ষাগত সাফল্য বাংলাদেশি কমিউনিটির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করছে -যেখানে পরিচয় হচ্ছে প্রেরণা, আর অধ্যবসায়ই হচ্ছে সাফল্যের চাবিকাঠি।