- Channel52inc - https://channel52us.com -

জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ শুরু মঙ্গলবার

দেশে প্রথমবারের মতো জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ শুরু হচ্ছে মঙ্গলবার (১৬ এপ্রিল)। এ সেবা সপ্তাহের শ্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’। পাঁচ দিনব্যাপী এ স্বাস্থ্য সেবা সপ্তাহ শেষ হবে আগামী ২০ এপ্রিল (শনিবার)।

‘জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯’ উদযাপন উপলক্ষে সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সপ্তাহ পাললের মূল উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও প্রতিটি মানুষ যাতে চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সেবা সপ্তাহের উদ্বোধন করবেন বলেও জানান জাহিদ মালেক।

সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে জাতীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে নানামূখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘গৃহীত কর্মসূচির মধ্যে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি, ক্রোড়পত্র প্রকাশ, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা প্রদান, টেলিভিশনে প্রচার প্রচারণা, স্বাস্থ্য বিষয়ক সেমিনার, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ক আলোচনা অন্যতম।’

বেসরকারি মেডিকেল কলেজগুলোকে বার্তা পৌঁছে দেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারাও সপ্তাহ পালন করবে।’

তিনি আরও বলেন, ‘উন্নত ও বিশেষায়িত চিকিৎসা সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন হাসপাতাল নির্মাণের পাশপাশি আধুনিক সুযোগ সুবিধা প্রদানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দক্ষ জনবল তৈরির জন্যও আমরা কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘সরকারের এ সকল পদক্ষেপ গ্রহণের ফলে দেশের জনগণ কম খরচে আরও মানসম্মত, সহজলভ্য ও প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাচ্ছে। ঢাকায় গড়ে তোলা হয়েছে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। খুব শিগগিরই এটি পূর্ণোদ্যমে চালু হবে। বর্তমান সরকার প্রতি বিভাগে একটি করে ক্যান্সার ও কিডনী হাসপাতাল নির্মাণ করার উদ্যোগ নিয়েছে।’

প্রতিটি জেলা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এ ধরনের বিভিন্ন পদক্ষেপ নিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে অসংক্রামক রোগ প্রতিরোধের জন্য প্রস্তুত করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।