২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৫, রবিবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
‘নারী মরে লাজে, নারী মরে ত্রাসে’
রিপোর্টারের নাম / ৪৬৩ বার
আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

‘চিৎকার করো মেয়ে দেখি কতদূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নিরব থাকার দায়। চিৎকার করো মেয়ে দেখি যতদূর গলা যায়, আমাদের শুধু ধ্বজাভাঙা রথে এগিয়ে চলার দায়।’ -শিল্পী ডোনা গুপ্তের গানটি যখন নগরীর থিয়েটার ইনস্টিটিউটে গাইছিলেন গণজাগরণ মঞ্চের কর্মী অপর্ণা চৌধুরী হলরুমের চারদিকে তখন পিনপতন নিরবতা। গানটির প্রতিটি লাইন প্রতিবাদী করে তুলছিলে উপস্থিত নারীদের।

রোববার (২৩ এপ্রিল) নগরীর থিয়েটার ইনস্টিটিউটে নারী যোগাযোগ কেন্দ্রের বার্ষিক সমন্বয় সভায় এ গান পরিবেশন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম ফাইট ফর উইমেন রাইটসের সভাপতি ও নারীনেত্রী অ্যাডভোকেট রেহানা বেগম রানু।

‘চিৎকার করো মেয়ে দেখি কতদূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নিরব থাকার দায়। চিৎকার করো মেয়ে দেখি যতদূর গলা যায়, আমাদের শুধু ধ্বজাভাঙা রথে এগিয়ে চলার দায়।’ -শিল্পী ডোনা গুপ্তের গানটি যখন নগরীর থিয়েটার ইনস্টিটিউটে গাইছিলেন গণজাগরণ মঞ্চের কর্মী অপর্ণা চৌধুরী হলরুমের চারদিকে তখন পিনপতন নিরবতা। গানটির প্রতিটি লাইন প্রতিবাদী করে তুলছিলে উপস্থিত নারীদের।

রোববার (২৩ এপ্রিল) নগরীর থিয়েটার ইনস্টিটিউটে নারী যোগাযোগ কেন্দ্রের বার্ষিক সমন্বয় সভায় এ গান পরিবেশন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম ফাইট ফর উইমেন রাইটসের সভাপতি ও নারীনেত্রী অ্যাডভোকেট রেহানা বেগম রানু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/