illustration of greeting background with Bengali text Subho Nababarsha Antarik Abhinandan meaning Heartiest Wishing for Happy New Year - Vector
করোনাভাইরাস মহামারীর হানায় বর্ষবরণের এই সার্বজনীন উৎসব হয়ে পড়েছিল ফিকে, দুই বছর বাদে এবার তার রঙ ফেরার অপেক্ষায় সবাই।
নিষ্প্রাণ সেই সময় পেরিয়ে আবার জমে ওঠার অপেক্ষায় রমনার বটমূল, ‘নব আনন্দে জাগো’র প্রত্যয়ে। বর্ণিল হবে মঙ্গল শোভাযাত্রাও, সব মালিন্য দূর করার আবাহনে।
সব প্রস্তুতি সম্পন্ন, এখন বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গাব্দ ১৪২৯ কে বরণ করে নেওয়ার পালা, উৎসবে মেতে ওঠার অপেক্ষা।
সেই উৎসবে শামিল হয়ে ধর্ম-বর্ণসহ সব বিভেদ ঘুচিয়ে এক হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান এসেছে রাষ্ট্রের কর্ণধারদের কাছ থেকে।