অনলাইন ডেস্কঃ
ভাদেশ্বর ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের বার্ষিক বনভোজন গত ১৯ জুলাই পিকনিক স্পটে অনুষ্ঠিত হয়।এবারের বনভোজনে প্রবাসীবাংলাদেশি ছাড়া ও ভাদেশ্বর ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের সদস্য ও পরিবাররা অংশ গ্রহন করেন। সকাল ১১ টা থেকে সকালের নাস্তা ও বনভোজনের কার্যক্রম শুরু হয়। দুপুর ১টায় প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়েঘ বনভোজন উদ্বোধন করেন।
এসময় অ্যাসেম্বলি ম্যান আলা আব্দুল আজিজ , ,প্যাটারসন সিটির কাউন্সিল ম্যান এটলার্জ ফরিদ উদ্দিন, কমিশনার মোসলেহ উদ্দিন, কমিউনিটি এ্যাকটিভিষ্ট আহায়া খান, জালালাবাদ এসোসিয়েশন অব নিউজার্সির সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী পারেক, গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরামের সাধারন সম্পাদক শাহাজাহান সাজু , ভাদেশ্বর ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের সভাপতি তাজ উদ্দিন সাধারণ সম্পাদক বদরুল আলম, কাউন্সিল ওম্যান শেফা উদ্দিন, কাউন্সিল ম্যান নিয়াজ নাদিম , গিলমান চৌধুরী লোকমান হোসেনসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে খাবার পরিবেশন পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ছিল চোখ পড়ার মতো। মেয়েদের হাড়ি ভাঙ্গা , মিউজিক বালিশ খেলা, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা , ছেলেদের ফুটবল , ইত্যাদি আয়োজন ছিল। বিকেলে সান্ধ্যকালীন ঝালমুড়ি চা পাশাপাশি লটারি ড্র অনুষ্ঠিত হয়। সভাপতি তাজ উদ্দিন সাধারণ সম্পাদক বদরুল আলম কমিটির সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করেন আগামীতে আরো বড় আকারের বনভোজন আয়োজনে সহযোগিতা কামনা করেন।