৩৫তম ফোবানার স্বাগতিক সংগঠন ‘আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’ এবং সম্মেলনের আহ্বায়ক জি আই রাসেল ও সদস্য সচিব শিব্বির আহমেদকে ফোবানার সাংবিধানিক ধারা লঙ্ঘন, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্নীতি এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে আজীবনের জন্য ফোবানার সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
এ ব্যাপারে জি আই রাসেলের বক্তব্য জানার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এ প্রসঙ্গে বাংলাদেশে অবস্থানরত অভিুক্তরা জানান, ‘বহিষ্কারের আগে তাদের একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তারা কিছু মনগড়া বানানো এবং সাজানো অভিযোগ উদ্দেশ্যমূলক আমার বিরুদ্ধে আনেন। তাদের লিখিত উত্তর আমলে না নিয়ে একটি অপরাধী চক্রকে খুশি করার জন্য বহিষ্কার করা হয় আমাকে।