- Channel52us - https://channel52us.com -

বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ’র ইফতার ও দু’আ মাহফিল  অনুষ্ঠিত ।

বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ’র ইফতার ও দু’আ মাহফিল  অনুষ্ঠিত । প্যাটারসন বেঙ্গল  ইন্সুরেন্স হলে নিউজার্সি  স্টেট বিএনপির সভাটতির সভাপতিত্বে  অনুষ্ঠিত  ইফতার মাহফিলে উপস্থিত  ছিলেন বিএনপি স্বাধীনতা সুবর্ণ  জয়ন্তী  উদযাপন কমিঠির সভাপতি জিল্লব রহমান জিল্লু । যুবদলের সাধারন সম্পাদক আবু সায়িদ আহমেদ , এবাদ চৌধুরী , সহ সভাপতি হোসাইন পাঠান বাচ্চু  প্রধান  অতিথি  হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য জনাব নাজিম উদ্দিন আলম। পরে দোয়া ও মোনাজাত  করে ইফতার পরিবেশন করা হয়