১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৯, বুধবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক পুড়ে ছাই
রিপোর্টারের নাম / ২১৪ বার
আপডেট সময় বুধবার, ১২ মার্চ ২০২৫

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বন্দরে থাকা ৫ ট্রাক ব্লিচিং পাউডার পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোর রাতে সেহরির সময় আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও বন্দরের নিরাপত্তারক্ষীরা জানান, সেহরির শেষ মুহূর্তে হঠাৎ তারা দেখতে পান ভারতীয় ট্রাকে আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে পৌঁছানোর আগেই বন্দরে ৩৮ নম্বর শেডে থাকা ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ভারতীয় ট্রাক পুড়ে ছাই হয়ে যায়।ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

বন্দরের নিরাপত্তারক্ষী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে আমদানিকৃত ব্লিচিং পাউডার বোঝাই ৫টি ট্রাক বন্দরের টিটিআই মাঠে আনলোডের অপেক্ষায় কয়েকদিন ধরে দাঁড়িয়ে ছিল। ট্রাকে পণ্য ত্রিপল দিয়ে ঢাকা ছিল। ভোরের দিকে অতিরিক্ত গরমে প্রথমে একটি ট্রাকে আগুন ধরে। পরে পাশে থাকা আরো ৪টি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। অতিরিক্ত গরমের কারণে হয়ত ব্লিচিং পাউডার বোঝাই ট্রাকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে অনেকে।

বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সাধারণত ব্লিচিং পাউডারে পানি লাগলে বা অতিরিক্ত গরমের কারণে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব না। ঠিক কি কারণে ভারতীয় ব্লিচিং বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তের পর বলা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর