- Channel52inc - https://channel52us.com -

রেললাইনে বিশ্রামের মধ্যেই থেমে গেল জীবন, ১৬ পরিযায়ী শ্রমিককে পিষে দিল মালগাড়ি, ছড়িয়ে ছিটিয়ে পড়ে শেষ সম্বল

করোনা সংকটের মধ্যেই আজ সকালে মর্মান্তিক দুর্ঘটনা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে কাছে ১৬ পরিযায়ী শ্রমিককে পিষে দিল মালগাড়ি, আহত ৫। রেললাইন ধরেই হাঁটছিলেন তাঁরা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে লাইনে বসে বিশ্রামের সময় মালগাড়ি এসে পিষে দেয় তাঁদের।