- Channel52inc - https://channel52us.com -

রোহিতের এই পাঁচ রেকর্ড ভাঙা ‘খুবই কঠিন’

ভারতীয় ক্রিকেটে হিটম্যান হিসেবে পরিচিত রোহিত শর্মা। সীমিত ওভারের ক্রিকেটে সাফল্যের পর টেস্ট ফরম্যাটেও নিজেকে মেলে ধরেছেন ভারতীয় দলের ওই ওপেনার। কেরিয়ারে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন ভারতের সীমিত ওভারের দলের সহ অধিনায়ক। সেইগুলির মধ্যে বেশ কয়েকটি রেকর্ড অতিক্রম করা খুবই কঠিন। কোনও একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরান-২০১৯ বিশ্বকাপে মুম্বইকর পাঁচটি শতরান করেছেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

আইপিএলে সবচেয়ে বেশি ট্রফি- রোহিত শর্মা একমাত্র ক্রিকেটার যিনি পাঁচবার আইপিএল-জয়ী দলের সদস্য। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স চতুর্থবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।২০০৯-এ ডেকান চার্জার্সের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি দ্বিশতরান-৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচে রোহিতের রয়েছে তিন-তিনটি দ্বিশতরান। আর কোনও ক্রিকেটারের এই কৃতিত্ব নেই।