২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:০৮, শনিবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
শৈশবের ঈদ ছিল ভারমুক্ত, এখন অনেক দায়িত্ব
রিপোর্টারের নাম / ৫৬২ বার
আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

‘ঈদের সকালটা শুরু হতো লাল গোলাপের সুভাস দিয়ে। বাবা গোলাপ নিয়ে আসতেন। অনেকগুলো লাল গোলাপ বিছানার পাশে রেখে দিতেন। ঘুম ভেঙে চোখে পড়তো বাবার দেয়া সেই লাল গোলাপ। তারপর দিনের শুরু,’- সংরক্ষিত আসনে বিএনপির একমাত্র সংসদ সদস্য রুমিন ফারহানার শৈশবের ঈদের দিনগুলো ছিল এমনই। কিন্তু এখন তার দায়িত্ব বেড়েছে অনেক। সেই ভারমুক্ত দিনগুলো না থাকলেও স্মৃতিতে সেই মুহূর্ত এখনও জ্বল জ্বল করছে।

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। কয়েক দিনের মধ্যে শপথ গ্রহণ করবেন তিনি। এবারের ঈদ নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘ঈদ আমাদের বহু বছর ধরে। আমরা যারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আজকে ঈদ আমাদের জন্য একটা কষ্টকর অভিজ্ঞতা। আমাদের লক্ষাধিক নেতাকর্মী জেলের ভেতরে। তৃণমূলের কর্মীরা তাদের এলাকায় যেতে পারে না, ঘরে থাকতে পারে না, তাদের যে কষ্ট, তাদের যে বেদনা সেটা আমাদের আনন্দের সঙ্গে ঈদ করতে দেয় না। বিশেষ করে গত দেড় বছর হয়ে গেছে। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বয়সে, এই শারীরিক অবস্থায় কারাগারে ঈদ করছেন। সুতরাং এ বন্দি বাংলাদেশে ঈদ আমাদের জন্য খুব সুখের হয় না। তারপরও ঈদ করতে হয়, ঈদ আমাদের প্রধান ধর্মীয় উৎসব। গতানুগতিকভাবে আমাদের এ উৎসব কাটছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/