- Channel52inc - https://channel52us.com -

সাংবাদিক শামীম হোসেনের বাবার ইন্তেকাল

দৈনিক সময়ের আলোর মফস্বল সম্পাদক শামীম হোসেনের বাবা মবেজ উদ্দীন মণ্ডল (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

সোমবার (২৭ মে) দুপুর পৌনে ১টার দিকে তিনি তার বড় ছেলের খিলগাঁওয়ের বাসায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি চার ছেলে, তিন মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার নওগাঁ সদর উপজেলার শাহজাদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে নওগাঁ জেলা মিডিয়া ফোরামে সভাপতি রবিউল করীম ও সাধারণ সম্পাদ সরদার মেহেদী হাসান এবং রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি খায়রুজ্জামন কামাল ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শোক এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।