১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:০৭, সোমবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
নিউ ইয়র্ক সিটির পুলিশ পাতাল রেলস্টেশনে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার ।
Reporter Name / ৩৮৭ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির পুলিশ পাতাল রেলস্টেশনে মঙ্গলবার সকালে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ফ্র্যাঙ্ক জেমস (৬২) নামে ওই ব্যক্তিকে  ঘটনার পরপরই পুলিশ সন্দেহজনক হিসেবে উল্লেখ করেছিল। বুধবার সকালে পুলিশ কর্মকর্তারা বলেন, ফ্র্যাংক জেমসই গুলি চালানো একমাত্র সন্দেহভাজন ব্যক্তি। সেখানে আর কোনো অস্ত্রধারী ছিল না।

ওই ঘটনায় ১০ জন গুলিবিদ্ধসহ ২৩ জন আহত হয়েছিল।

 

পুলিশ জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তি মঙ্গলবার সকালে ব্রুকলিনের থার্টি সিক্স্থ স্ট্রিট স্টেশনে দুটি ধোঁয়ার গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে লোকজনের ওপর গুলি চালায়।

বুধবার বিকেলে একসংবাদ সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে মেয়র এরিক অ্যাডামস সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের খবর জানান নগরবাসীকে।

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার কিচ্যান্ট সেওয়েল বলেছেন, জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফ্র্যাংক জেমসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোনো অঘটন ছাড়াই পাকড়াও করা হয়। সূত্র: বিবিসি

 

সৌজন্যে : কালের কন্ঠ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category