পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব সর্বজনবিদিত। দেশটিতে আজ পর্যন্ত যত সরকারই এসেছে, তাদের পেছনে কলকাঠি নেড়েছেন শীর্ষ সেনা কর্মকর্তারা। বলা হয়, সেনাবাহিনীকে খুশি না করলে পাকিস্তানে কেউ একদিনও ক্ষমতায় টিকতে পারেন না। সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নির্বাচনে বিপুল ভোটে জিতে সরকারপ্রধান হয়েছিলেন। তবে এর পেছনেও সেনাবাহিনীর সমর্থন ছিল বলে মনে করা। কিন্তু এরপর বিভিন্ন কারণে ধীরে ধীরে পিটিআই নেতার প্রতি আস্থা কমতে থাকে সেনা কর্মকর্তাদের। যার ফলাফল, মেয়াদ পূরণ হওয়ার দেড় বছর আগেই প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান। বাহ্যিকদৃষ্টিতে অনাস্থা ভোটের পরাজয়ে পিটিআই প্রধান ক্ষমতা হারিয়েছেন মনে হলেও এর সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের টানাপোড়েনের যোগসূত্র রয়েছে বলে বিশ্বাস বিশ্লেষকদের।
ক্ষমতাচ্যুত ইমরান খানের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর দ্বন্দ্ব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। অনাস্থা ভোটের সপ্তাহখানেক আগে এআরওয়াই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই প্রধান দাবি করেছিলেন, চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সেনাবাহিনী তাকে তিনটি বিকল্প দেখিয়েছে: প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ, অনাস্থা ভোট অথবা জাতীয় নির্বাচন। এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমরা বলেছি, নির্বাচনই সেরা উপায়। আমি পদত্যাগের কথা চিন্তাও করতে পারি না। আর অনাস্থা ভোটের কথা আসলে আমি শেষপর্যন্ত লড়ে যাওয়ায় বিশ্বাসী।
একই কথা বলেছেন পিটিআই নেতা ও সাবেক মানবাধিকার মন্ত্রী শিরীন মাজারিও। একাধিক টুইটে তিনি দাবি করেছেন, রাজনৈতিক অচলাবস্থা কাটাতে ইমরান খান সামরিক বাহিনীর কাছে যাননি, সামরিক বাহিনীই তার দিকে এগিয়েছিল। মাজারির বক্তব্য, আমি পরিষ্কার বলছি- প্রধানমন্ত্রী (ইমরান) ‘রাজনৈতিক অচলাবস্থা ভাঙতে’ সাহায্যের জন্য সেনাবাহিনীকে ডাকেননি। সেনাবাহিনী তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টকের মাধ্যমে বৈঠক করতে চেয়েছিল।
তবে ইমরান ও মাজারির এ বক্তব্যের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখারের কথা মেলে না। গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক সংবাদ ব্রিফিংয়ে ইমরানকে তিনটি বিকল্প দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে এ সামরিক কর্মকর্তা দাবি করেন, তারা নয়, বরং পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকেই সেনাপ্রধানের কাছে যাওয়া হয়েছিল।
দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ইফতিখার বলেন, এটি দুর্ভাগ্যজনক যে, আমাদের রাজনৈতিক নেতৃত্ব একে অপরের সঙ্গে কথা বলতে প্রস্তুত ছিলেন না। তাই সেনাপ্রধান ও ডিজি আইএসআই পিএমওতে গিয়েছিলেন এবং সম্ভাব্য তিনটি পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন।
সম্ভাব্য সেই তিন পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, অনাস্থা প্রস্তাব যেভাবে হওয়ার কথা সেভাবেই অনুষ্ঠিত হবে অথবা প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন অথবা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করা হবে ও তারপর পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন দেওয়া হবে।
https://slotbet.online/