হিনা রব্বানি খার শাহবাজ শরিফের মন্ত্রিসভায় পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
হিনা রাব্বানী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেত্রী। নতুন মন্ত্রিসভায় তাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তৎকালীন পিপিপি সরকারের পররাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করেন। ওই দায়িত্ব নেওয়ার সময় তিনিই ছিলেন দেশটির প্রথম নারী ও সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী। মাত্র ৩৩ বছর বয়সী ওই দায়িত্ব পেয়েছিলেন হিনা রাব্বানি। এক সময় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে এবার একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আলোচনায় তিনি।
এ বিষয়ে অবশ্য হিনা রাব্বানি কিংবা তাঁর দল পিপিপির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শাহবাজের মন্ত্রিসভার অন্য চার নারী সদস্য হলেন পিপিপির শেরি রেহমান, সাজিয়া মেরি এবং পিএমএলের (এন) মরিয়ম আওরঙ্গজেব ও আয়েশা পাশা।