গাজীপুরের শ্রীপুরের শিরিষগুড়ি এলাকার মৃত আব্দুল মান্নান ভূইয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে বাড়িতে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। এ সময় মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় বিশ লাখ টাকার মালামাল লুট করে নেয় তারা।
এ বিষয়ে ওই বাড়ির মালিক ফজিলা বেগম শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এতে শিরিষগুড়ি এলাকার আব্দুর রহিম (৫), জয়নাল (৪৫), সুজন (৪০), শরিফ ডাকাত (৪৫), আল-আমিন (৪০), মামুন (৪৩), সিফাত (২৮), রিফাত (২১) ও মারুফের (২২) নাম উল্লেখ করে ৭ থেকে ৮ অজ্ঞাতনামা ব্যক্তিকে দায়ী করেছেন।
ফজিলা বেগম বলেন, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় শ্রীপুর থানাসহ বিভিন্ন স্থানে ডাকাতি, হত্যা এবং চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করেন তারা। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে।
ওইদিন ডাকাতি করার সময় বাড়িতে জ্বালানো বৈদ্যুতিক বাতির আলোতে তাদের কয়েকজনকে চিনতে পেরেছেন তিনি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, দুই পক্ষের মধ্যে আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ আছে। তবে, কিছু জিনিসপত্র নিয়েও গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।