১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩০, রবিবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
অবহেলায় নবজাতকের মৃত্যু মানবাধিকার লঙ্ঘন
রিপোর্টারের নাম / ৪৮৬ বার
আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর ২০২৪

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ডাক্তারের অবহেলার কারণে নবজাতকের মৃত্যুর ঘটনা প্রায়ই সংবাদের শিরোনাম হয়। অবহেলায় কোনো নবজাতকের মৃত্যু হলে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি বলেন, নবজাতকের মৃত্যু রোধ করা সম্ভব কিন্তু তা করা হয় না। এটাও এক ধরনের সহিংসতা।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ নিওনেটোল ফোরাম আয়োজিত ৫ম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনএফ এর সভাপতি অধ্যাপক ডা. সুফিয়া খাতুনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনএফ এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ মান্নান, বিশেষ অতিথি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, অধ্যাপক ডা. নাজমুন নাহার এবং অধ্যাপক ডা. এমকিউকে তালুকদার, মো. আবিদ হোসেইন মোল্লা প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/