২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৬, বৃহস্পতিবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে মস্কো
রিপোর্টারের নাম / ১৫৪ বার
আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ইউরোপীয় ইউনিয়নের ‘অবন্ধুসুলভ আচরণ’ এর প্রতিক্রিয়া হিসেবে ইইউ’র ১৮ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ।

ব্রাসেলস থেকে ১৯ রুশ কূটনীতিককে বহিষ্কারের পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় ইউানয়নের (ইইউ) ১৮ কূটনীতিককে শুক্রবার বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া।রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইইউর এই ১৮ কূটনীতিককে যত দ্রুত সম্ভব রাশিয়া ছেড়ে চলে যেতে হবে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে, কয়েক দশক ধরে দ্বিপাক্ষিক সংলাপ ও সহযোগিতার যে ভিত্তি তা ধারাবাহিকভাবে ধ্বংসের জন্য ইউরোপীয় ইউনিয়ন দায়ী।’

রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে নিন্দা করে ইইউ বলেছে, মস্কোর নেওয়া শুক্রবারের এই সিদ্ধান্তের কোনও ভিত্তি নেই। পুরোপুরিভাবে পাল্টা জবাব দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিক্রিয়ায় রাশিয়ার ইইউ মিশন থেকে বলা হয়েছে, “রাশিয়া (কূটনীতিক বহিস্কার) যে পথ বেছে নিয়েছে, তাতে আন্তর্জাতিক অঙ্গনে তাদের বিচ্ছিন্নতা আরও বাড়বে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/