২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:২১, শুক্রবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
উৎসবমুখর পরিবেশে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন
রিপোর্টারের নাম / ৫৭৬ বার
আপডেট সময় শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর দ্বি-বার্ষিক (২০২২-২০২৪) নির্বাচন আগামী ৫ জুন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন ছিল গত ৮ মে রোববার। এদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় সংগঠনের কার্যকরী পরিষদের ১৯টি পদের জন্য ২৫ জন প্রার্থী মনোনয়নপত্রকরেন। মনোনয়নপত্র বিক্রি বাবদ সংগঠনের আয় হয় ৩৭ হাজার ৫০০ ডলার। এদিকে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারীভাবে নির্বাচিত এবং সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৫ পদে একাধিক প্রার্থী থাকায় এই পদগুলোতে ভোটগ্রহ অনুষ্ঠিত হবে। অপরদিকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সাজ সাজ রব ছিল নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস। খবর ইউএনএ’র।
প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণের পর তাৎক্ষণিক যাচাই-বাছাই শেষে সবকয়টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম। তিনি জানান, ১৯টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। যার মধ্যে পাঁচটি পদ ছাড়া বাকি পদে একাধিক প্রার্থী না থাকায় বেসরকারিভাবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। এ সময় কমিশনের সদস্যগণ যথাক্রমে মোশারফ হোসেন, সাব্বির হোসেন, আহমদ এ হাকিম ও মিনহাজ আহমদ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/