শনিবার টানা তৃতীয় রাত অস্থিরতার মধ্য দিয়ে পার করেছে ঐতিহ্যগতভাবে শান্তিপ্রিয় দেশ সুইডেন। দেশটির এক কট্টর ডানপন্থী দলের ইসলামবিরোধী কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদের পর সহিংসতার ঘটনা ঘটে।
উগ্রবাদী ডানপন্থী নেতা রাসুমস পালুদানের সংগঠন স্ট্রাম কারসের এক সমাবেশের পর শনিবার দিনের শেষে মালমো শহরে শুরু হয় নতুন সহিংসতা। সেখানে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাথর ছোঁড়া হয় পুলিশের গাড়ি লক্ষ্য করেও।
টানা সহিংসতায় অন্তত ১৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের একাধিক গাড়ি। মূলত ওই কট্টর ডানপন্থী দলের কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে মাঠে নেমেছিল মানুষ। দলটি গত বৃহস্পতিবার মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের একটি কপি পুড়িয়ে দেয়। এ ঘটনায় সুইডেনের ভেতরে তো বটেই, বাইরেও সৃষ্টি হয়েছে ক্ষোভ।
ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদাদের সুইডিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়েছিল রবিবার। ইরাকি সরকারের পক্ষ থেকে তাকে সতর্ক করে দিয়ে বলা হয়, এ ধরনের ঘটনার জন্য সুইডেনের সঙ্গে বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের সম্পর্কে প্রভাব পড়তে পারে। সূত্র: বিবিসি
https://slotbet.online/