সাংবাদিক হিসেবে আমার চেয়ে কঠিন কাজটি বোধহয় আর কাউকে করতে হয়নি। নিজের সন্তানের মৃত্যু নিয়ে লিখতে হচ্ছে। তাও কোন স্বাভাবিক মৃত্যু নয়, খুন হওয়ার কথা। একজন পিতার কাঁধে সন্তানের লাশ নাকি সবচেয়ে ভারী বোঝা, আমি সে বোঝা বয়েছি। উপরি হিসেবে লিখেছি নিজ প্রাণপ্রিয় সন্তানের মৃত্যুবিষয়ক কলাম।
হ্যাঁ, আমি দুর্বৃত্তদের হাতে নিহত তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুনের পিতা বলছি। সেই ফাগুন, যার বয়স মাত্র একুশ বছর। যে অনার্স পড়ার পাশাপাশি যোগ দেয় সাংবাদিকতায়। যোগ দেয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় ডটকমের ইংরেজি বিভাগে। এছাড়া জাগো নিউজের ইংরেজি বিভাগে নিয়োগের জন্য পরীক্ষা দিয়েছিল, হয়তো ঈদের পর ‘ও’ ওখানে যোগদান করতো। কিন্তু ওর আর যোগ দেওয়া হলো না; চলে গেল, আমাকে ছেড়ে, আমাদের ছেড়ে। চলে গেছে বললে ভুল বলা হবে, তাকে যেতে বাধ্য করা হয়েছে। তাকে মেরে ফেলা হয়েছে। ঢাকা থেকে ট্রেনে বাড়ি আসার পথে জামালপুরের নান্দিনায় নির্মমভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছিল ফাগুনকে। গত ২১ মে’র ঘটনা এটা। কিন্তু এখনো সেই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। গ্রেফতার হয়নি খুনিদের কেউ।
https://slotbet.online/