১৪ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৫, রবিবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
রোহিতের এই পাঁচ রেকর্ড ভাঙা ‘খুবই কঠিন’
রিপোর্টারের নাম / ৭৯৯ বার
আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
NOTTINGHAM, ENGLAND - JULY 12: Rohit Sharma of India celebrates reaching his century during the Royal London One-Day match between England and India at Trent Bridge on July 12, 2018 in Nottingham, England. (Photo by Gareth Copley/Getty Images)

ভারতীয় ক্রিকেটে হিটম্যান হিসেবে পরিচিত রোহিত শর্মা। সীমিত ওভারের ক্রিকেটে সাফল্যের পর টেস্ট ফরম্যাটেও নিজেকে মেলে ধরেছেন ভারতীয় দলের ওই ওপেনার। কেরিয়ারে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন ভারতের সীমিত ওভারের দলের সহ অধিনায়ক। সেইগুলির মধ্যে বেশ কয়েকটি রেকর্ড অতিক্রম করা খুবই কঠিন। কোনও একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরান-২০১৯ বিশ্বকাপে মুম্বইকর পাঁচটি শতরান করেছেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

আইপিএলে সবচেয়ে বেশি ট্রফি- রোহিত শর্মা একমাত্র ক্রিকেটার যিনি পাঁচবার আইপিএল-জয়ী দলের সদস্য। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স চতুর্থবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।২০০৯-এ ডেকান চার্জার্সের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি দ্বিশতরান-৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচে রোহিতের রয়েছে তিন-তিনটি দ্বিশতরান। আর কোনও ক্রিকেটারের এই কৃতিত্ব নেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/